রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দৌলতপুরে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ দুজন আটক 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ দুজন আটক 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএলসি) মাহাবুব মর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

এর আগে, গত বৃহস্পতিবার দৌলতপুর উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে ভারতে পাচারকালে তাদের আটক ও স্বর্ণের বারগুলো জব্দ করে চিলমারি বিওপি।

আটকরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি ও উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

টিএইচ